ত্রিচক্রঃ প্রতিষ্ঠাতা পরিচিতি; রওনক শাহরিয়ার রুহান
ত্রিচক্রঃ প্রতিষ্ঠাতা পরিচিতি রওনক শাহরিয়ার রুহান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, বুয়েট | প্রতিষ্ঠাতা, ট্রিচক্র (TriChokro) 📍 কাজী নজরুল ইসলাম হল, বুয়েট, ঢাকা-১০০০ 📞 +৮৮০ ১৭১৪ ৮৪৪৬৭৭ | ✉️ aamrs.ruhan@gmail.com 🌐 www.trichokro.com | 🔗 [LinkedIn/Facebook: Rownak Shahriar Ruhan] সংক্ষিপ্ত পরিচিতি (Profile) বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং একজন উদীয়মান উদ্যোক্তা। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ভেহিকেল ডিজাইন এবং স্ট্রাকচারাল অ্যানালাইসিসে বিশেষ পারদর্শী। প্রতিষ্ঠাতা হিসেবে 'ট্রিচক্র' (TriChokro)-এর নেতৃত্ব দিচ্ছেন, যা একটি সরকারি অনুদানপ্রাপ্ত ইলেকট্রিক ইজি-বাইক ম্যানুফ্যাকচারিং স্টার্টআপ। উদ্ভাবনী চিন্তাধারা এবং কারিগরি দক্ষতার মাধ্যমে টেকসই যাতায়াত ব্যবস্থা (Sustainable Mobility) উন্নয়নে কাজ করতে আগ্রহী। কাজের অভিজ্ঞতা (Work Experience) প্রতিষ্ঠাতা ও সিইও (Founder & CEO) | ট্রিচক্র (TriChokro) (একটি ইলেকট্রিক ভেহিকেল ডিজাইন, R&D এবং ম্যানুফ্যাকচারিং স্টার্টআপ) বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. এহসা...